শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭

বান্দরবানে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ, বাদ পড়েছে ৫২


বাংলা কাগজ.কম
বান্দরবান: বান্দরবানে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন কমান্ডার জলিলসহ ৫২ মুক্তিযোদ্ধা। সুনির্দিষ্ট প্রমান, সাক্ষ্য ও প্রয়োজনীয় কাগজপত্রাদি উপস্থাপন করতে না পারায় মুক্তিযোদ্ধার তালিকা হতে বাদ পড়েছেন তারা। এদের মধ্যে বান্দরবান সদর থেকে ২৫, নাইক্ষ্যংছড়ি থেকে ১৪, রোয়াংছড়ি থেকে ৮, আলীকদম থেকে ৫ মিলে মোট ৫২ জন মুক্তিযোদ্ধা বাদ পড়েছেন।
তবে নতুন আবেদনে যাচাই বাছাইয়ে সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে মাত্র একজন। তিনি হলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান। নতুন আবেদনে পৌর মেয়র মো: ইসলাম বেবীর কাগজপত্রাদির সাথে স্বপক্ষে কোন প্রমান না থাকায় উক্ত আবেদন বাদ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক এ তথ্য প্রকাশ করা হয়। এ ছাড়া ৫২ জন ছাড়াও ৭ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। তাদের দেওয়া কাগজপত্রাদির মধ্যে কিছুটা গড়মিল থাকায় তাদেরকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
এদিকে বাদ পড়া মুক্তিযোদ্ধার সন্তান জাফর আলম অভিযোগ করে বলেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি সঠিক হয়নি। প্রকৃত স্থানীয় মুক্তিযোদ্ধাদের কমিটিতে রাখা হয়নি। এ কমিটির প্রকাশিত তালিকার রায় আমরা মানি না। এর বিরুদ্ধে আমরা আদালতে আপীল করবো।
এ বিষয়ে বান্দরবান জেলার জেলা কমান্ডার আবুল কাশেম বীর প্রতীক জানান, দেশব্যাপী অবৈধ কিছু মানুষ মুক্তিযোদ্ধা হিসাবে নিজেদের দাবী করলে সরকার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক যাচাই-বাছাই কমিটি কাগজপত্রাদি যাচাই-বাছাই পূর্বক তালিকা প্রকাশ করেছে। যাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে তাদেরকে তালিকায় রাখা হয়েছে।
– এন.এ জাকির, বান্দরবান




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন