রুকেন বড়ুয়া,বিশেষ প্রতিনিধি,বান্দরবানঃ। সরকারের নিকট ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে গত ১২ই ফেব্রুযারী সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে, জেলার সকল ইউপি সচিবের অংশগ্রহনে তিন দফা দাবী আদায়ের লক্ষ্যে ১ দিন ব্যাপি অনশন কর্মসূচি পালন করা হয়। উক্ত অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান বাপসার সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক বাবু লিটন পাল সহ সকল উপজেলা থেকে আগত সকল সচিবগণ।
এক বিবৃতিতে বান্দরবান জেলা বাপসার সভাপতি বলেন, বর্তমান সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করলেও ইউনিয়ন পরিষদ সচিবদের কোন সুযোগ সুবিধা নেই। তাই অতি শীঘ্রই যেন তাদের এই দাবী গুলো মেনে নেয়।
, বাপসার তিন দফার কি দাবী জানতে চাইলে,বাপসার বান্দরবান জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর বলেন, প্রথমটি হল- ইউনিয়ন পরিষদ সচিব পদবী পরিবর্তন পূর্বক মূখ্য কর্মকর্তা ও দশম গ্রেড স্কেল প্রদান, বেতন ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান করা এবং সর্বশেষটি হলো, ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান করা।
বিকাল ৪ ঘটিকায় বান্দরবান উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস জুস খাওয়ায়ে অনশন ভাঙ্গান।
পরে বিকাল ৫ ঘটিকায় বাপসার সকল প্রতিনিধিবৃন্দ জেলা প্রশাসক বাবু দিলীপ কুমার বণিক মহোদয়ের সাথে এ বিষয়ে সাক্ষাত করলে, তিনি বাপসার এই দাবীগুলো পূর্ণ সমর্থন করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন