রোকেন বড়ুয়া, বান্দরবান : বান্দরবান সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কায়রুল আমান মুন্সির বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বান্দরবান সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের কার্যালয়ে এই বিদায়ী-সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সঞ্জীব কুমার চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী প্রভাষক মো: আক্তার হোসেন সহ বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে প্রভাষকের বিদায় উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৌরভ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, কায়রুল আমিন আমার বিভাগের একজন সৎ ,যোগ্য ন্যায় নীতিবান হিসেবে কাজ করেছেন। একথায় তিনি আমার পরম বিশ্বস্ত সহকর্মী। তার অভাব কেউ পুরণ করতে পারবে না। বিদায়ী বক্তব্যে প্রভাষক কায়রুল আমিন মুন্সী বলেন, আমি যখন প্রথম বান্দরবানে আসি ভাবিনাই এতোটা আপন হয়ে যাবে বান্দরবান। এই কলেজকে আমি কখনো ভুলতে পারবো না কারন এই কলেজ দিয়েই আমার পেশা জীবন শুরু। এই কলেজের প্রত্যেক ছাত্র-ছাত্র, শিক্ষক-শিক্ষিকা আমার মনে থাকবে। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রভাষক কায়রুল আমান মুন্সি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন।
রোকেন বড়ুয়া
বান্দরবান
মোবাইল-০১৮২৭৬২৮২৩৯

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন