বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭

বান্দরবানে অমর একুশে বই মেলায় কলেজ ছাত্রলীগের প্রথম স্থান অর্জন



 রুকেন রাজ, বান্দরবানঃ
 দ্বিতীয় বারের মত বইমেলায় প্রথম স্থান অর্জন করলো বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কতৃক আয়োজিত ক্ষুদ্র নৃ গোষ্ঠি ইস্টিটিউট (TCI) তে ৩ তিন দিন ব্যাপি অমর একুশে বই মেলার আয়োজন করা হয়।
তিন দিন ব্যাপি অমর একুশে বই মেলার সমাপনী দিনে গত ২৩ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায়  এম. এ. মোমেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শিলাদিত্য মুৎসুদ্দী এবং কবি জজ ত্রিপুরা সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্য মোঃ শহীদুল আলম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে এবং সবার সহযোগিতা পেলে আরো বৃহৎ আকারে আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্য আগত অতিথিরা বলেন জেলা পরিষদের এ উদ্যোগ স্বাগত জানান এবং আগামি বছর যেন বৃহৎ আকারে অমর একুশে বই মেলার আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন