শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭

লামায় নকল সরবরাহের দায়ে শিক্ষক আটক!




লামার চাম্বি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় এক শিক্ষককে আটক করা হয়েছে। চাম্বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুচ ছত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি পরায়ন শিক্ষক অরুন কুমার সুশীল ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ঘটনাটি ধামাচাপা দিতে কেন্দ্র সচিব সহ অন্যান্য শিক্ষকরা পায়তারা চালাচ্ছে।
নকল সরবরাহের সময় শিক্ষক অরুন কুমার সুশীলকে হাতেনাতে আটক করেন লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
উক্ত কেন্দ্রের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বান্দরবানের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলীনূর খান বলেন, বিষয়টি দ্রুত আমলে নিয়ে দোষীকে আইনের আওতায় আনা হবে। সূত্র-রফিকুল আলম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন