Bandarbantimes24.com
সোমবার, ১৫ মে, ২০১৭
বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
বান্দরবান সরকারি কলেজে 'নির্বাক' ব্যান্ডের বৈশাখী কনসার্ট
নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সরকারি কলেজে প্রথম বারের মত কলেজ ছাত্রলীগের উদ্যোগে হতে যাচ্ছে, বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী কনসার্ট।এতে সংগীত পরিবেশন করবেন জেলার একমাত্র আধুনিক ধারার উদীয়মান ব্যান্ড 'নির্বাক'। ১৪ এপ্রিল কলেজ প্রাঙ্গণে কনসার্ট অনুষ্ঠিত হবে। নির্বাক ব্যান্ডের প্রধান সুরিত জানান,
ইতোমধ্যে সব প্রস্ততি শেষের পথে। তিনি ১লা বৈশাখের কলেজের সংগীত সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানান।
ইতোমধ্যে সব প্রস্ততি শেষের পথে। তিনি ১লা বৈশাখের কলেজের সংগীত সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানান।
মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭
বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যোগে জঙ্গি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বি.কে বিচিত্র, স্টাফ রিপোর্টারঃ দেশের বিভিন্ন স্থানে চলামন জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন।
বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কসমূহ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনঃরায় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল থেকে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু, যুগ্ন আহ্বায়ক টিপু দাশ,পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইসমাইল, যুগ্ন আহ্বায়ক আশুসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা সিলেটের শিববাড়ি,সীতাকুণ্ড ও বিমান বন্দর,র্যাবের সংরক্ষিত স্থানসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
সোমবার, ২৭ মার্চ, ২০১৭
বান্দরবানে শ্রী শ্রী গঙ্গা পুজা ও বারুণীর স্নান অনুষ্ঠিত।
নিউজডেক্সঃ:নানা আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গঙ্গা পুজা ও বারুণী স্নান উদযাপিত হয়েছে।
গত রবিবার সকালে সাঙ্গু নদীতে বারুণী ¯স্নানের মধ্য দিয়ে উৎসবের আনষ্ঠানিকতা শুরু হয়।
এসময় নদীর স্বচ্ছ জলে ¯স্নানের মধ্য দিয়ে বিশ্বজগতের মানবকুলের পাপ মোচন ও পর জন্মে শান্তি লাভের আশায় শত-শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সাঙ্গু নদীর তীরে ভীড় করতে থাকে। সনাতন ধর্মালম্বীদের মতে মধুকৃষা এয়োদশী তিথিতে গংঙ্গা পূজা ও বারুনীর ¯স্নানের মধ্য দিয়ে জাগতিক সুখ লাভ ও পরবর্তী জন্মে স্বর্গ সুখ লাভ হয় ।
গঙ্গা পূজাকে ঘিরে সনাতন ধর্মালম্বীরা ছাড়াও আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের পূর্ন্যার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছিল উৎসবস্থল।
গঙ্গা পুজা উপলক্ষে দিনব্যাপী চলছিল ভজন র্কীত্তণ, গীতা পাঠ, গঙ্গা পুজা,গঙ্গা আরতি, হাজার বাতি প্রজ্জলন, মহা প্রসাদ বিতরণ,ধর্মীয় সংগীতানুষ্টানসহ নানান আয়োজন।
আজ সোমবার সকালে সাংগু নদীতে পুস্পাঞ্জলি ও প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে মহাসমাপ্তি ঘটে সনাতন ধর্মলম্বীদের এই গঙ্গা পূজা ও বারুনীর স্নান উৎসবের।
শনিবার, ১৮ মার্চ, ২০১৭
আনন্দঘন পরিবেশে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বি.কে বিচিত্রঃবান্দরবান সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বার্ষিক বনভোজন গত ১৫ই মার্চ বান্দরবান থেকে ইনানী কক্সবাজারে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সকাল ৮টায় কলেজ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে।
সাড়ে ১২টার দিকে কক্সবাজার হয়ে প্রথমে ইনানী বিচে কিছু সময় অতিবাহিত করে।
১.৩০টায় দুপুরের খাবার বিতরণ করা হয়।
২টার দিকে ইনানী থেকে লাবনী সী বিচ পয়েন্টে মূল ভ্রমন শুরু হয়। ছাত্র-ছাত্রীরা হুইহুল্লর ও আনন্দঘন পরিবেশে একটি দিন কাটায়।
ভ্রমন সঙ্গী হিসেবে সার্বিক সহযোগিতায় ছিলেন, সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফিরোজ আলম, সহকারি অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, প্রভাষক স্বপন বিকাশ তঞ্চঙ্গ্যা।
প্রধান আয়োজক হিসেবে ভূমিকা পালন করেন, বি কে বিচিত্র, জেমি, মুস্তাফিজ, সাহেদ,
প্রধান সমন্বয়ক হিসেবে ছিলেন, সদ্য এমএসএস পাস করা আবদুর রহিম, রিদুয়ান, মোঃ মঞ্জুর,
আব্দুল কাইয়ুম।
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭
বান্দরবানে অমর একুশে বই মেলায় কলেজ ছাত্রলীগের প্রথম স্থান অর্জন
রুকেন রাজ, বান্দরবানঃ
দ্বিতীয় বারের মত বইমেলায় প্রথম স্থান অর্জন করলো বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কতৃক আয়োজিত ক্ষুদ্র নৃ গোষ্ঠি ইস্টিটিউট (TCI) তে ৩ তিন দিন ব্যাপি অমর একুশে বই মেলার আয়োজন করা হয়।
তিন দিন ব্যাপি অমর একুশে বই মেলার সমাপনী দিনে গত ২৩ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় এম. এ. মোমেন চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি শিলাদিত্য মুৎসুদ্দী এবং কবি জজ ত্রিপুরা সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্য মোঃ শহীদুল আলম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছর অমর একুশে বই মেলার আয়োজন করা হয়েছে এবং সবার সহযোগিতা পেলে আরো বৃহৎ আকারে আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে। বিশেষ অতিথির বক্তব্য আগত অতিথিরা বলেন জেলা পরিষদের এ উদ্যোগ স্বাগত জানান এবং আগামি বছর যেন বৃহৎ আকারে অমর একুশে বই মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭
বান্দরবানে ৮০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ
সরকারের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বান্দরবানের বিভিন্ন উপজেলার ৮০টি বেসররকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করার প্রজ্ঞাপন জারি করা হয়। আগে এসকল বিদ্যালয় UNDP ও CHTDF দ্বারা পরিচালিত হত। এখন থেকে বিদ্যালয়গুলো সরকারের নিয়ন্ত্রনে পরিচালিত হবে।
আলীকদম-২০টি রোয়াংছড়ি-১৬টি, রুমা-২৪টি, থানছি-২০টি
আলীকদম-২০টি রোয়াংছড়ি-১৬টি, রুমা-২৪টি, থানছি-২০টি
![]() |
| ক্যাপশন যোগ করুন |
ঘহ
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)














